বুধবার, ২০ আগস্ট, ২০২৫
20 Aug 2025 12:01 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র (বিপিজেএ) আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, চ্যানল আই বগুড়া প্রতিনিধি রউফ জালাল, সাংবাদিক জাফর আহমেদ মিলন, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাবু ইসলাম,ফিরোজ পশারী রানা, আল-আমিন, কামরুল হাসান কমল, রায়হান আহমেদ রানা, ফেরদৌসুর রহমান, গোলজার হোসেন মিঠু, রাশেদ রহমান, বারী মামুন, সানাউল হক শুভ, মির্জা আহসান হাবিব দুলাল, শাহাতদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,ছবির মাধ্যমে যেকোন বিষয় সহজেই তুলে ধরা যায়।ক্যামেরার ছবি ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পকে।একটি ছবি বুঝিয়ে দেয় হাজার শব্দকে।ফটোগ্রাফি হল এমন একটি বড় উদ্ভাবন যা গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।
তারা আরো বলেন, জুলাই গণআন্দোলনে জীবণের ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করেছে।রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে ফটো সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি।দেশ ও সমাজের চিত্র একটি ছবিতেই ফুটিয়ে তোলেন ফটো সাংবাদিকরা।তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন।বগুড়াকে আরো সামনে এগিয়ে নিতে ফটো সাংবাদিকদের অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান বক্তারা।অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংবাদিকসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করা হয়।