বুধবার, ২০ আগস্ট, ২০২৫
20 Aug 2025 11:55 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক কান্তি লগ্নে মোঃ শাহজাহান বি. কম অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রেষ্ঠ কান্ডারী হিসেবে পরিচিত ছিলেন মো. শাহজাহান বি.কম । তিনি বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা শাখায় বিগত ১৯৯১ সন থেকে ১৯৯৪সন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলেন ।১৯৯৪ সন থেকে ২০০১সন মাদারগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি,২০০১ সন থেকে ২০০৫সন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সেই সঙ্গে ১৭ আগস্ট ২৫ সন পর্যন্ত মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
\অনেক জল্পনা কল্পনা আশা আকাঙ্ক্ষার পর বহুল প্রত্যাশিত মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সুন্দর একটি নবগঠিত কমিটি গঠন হবে এটাই ছিল ত্যাগী নেতাদের প্রত্যাশা ।
গত ১৮ আগস্ট-২০২৫ইং সোমবার বিকেলে জামালপুর জেলা কমিটি কর্তৃক বিএনপি মাদারগঞ্জ পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঘোষণা করা হয়।
অবশেষে আলোচিত কমিটিতে ত্যাগী নেতার নতুন কমিটিতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির নাম তালিকাভুক্ত না করে মো. শাহজাহান বি.কম কে মাদারগঞ্জ পৌর বিএনপির সদস্য পদে রাখা হয়েছে। জামালপুর জেলা কর্তৃক বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ও পৌরসভা কমিটি সদস্য ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক এ শেয়ার হওয়ার পর পরই মাদারগঞ্জ বিএনপির নেতা কর্মীদের মাঝে আলোচনা ও সমালোচনা ঝড় উঠে ।
উপজেলার সর্বত্র এই সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপির এই ত্যাগী নেতা মো. শাহজাহান বি.কম মাদারগঞ্জ পৌরসভার সদস্য পদে দায়িত্ব পাওয়ার ১০ ঘন্টা মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার এই প্রবীণ নেতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান বি.কম বর্তমান পৌর বিএনপির সদস্য পদত্যাগ থেকে পদত্যাগ পত্র জেলা বিএনপি কার্যালয়ে প্রেরণ করেছেন।