বুধবার, ২০ আগস্ট, ২০২৫
20 Aug 2025 12:41 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাসিল গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষা মূলক বই ও খেলাধুলার উপকরণ বিতরণ,পাঠাগার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ আগস্ট সকালে বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক,ড. সালমা লাইজু।হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আছাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা,মেষ্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ মুক্তা সহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আলী আছাদ জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি হাসিল গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষামূলক বই ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এবং তিনি বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের ঘোষণা দেন এবং বিদ্যালয়ের সবগুলো ক্লাস মাল্টিমিডিয়ার আওতায় আনার উদ্যোগে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।