মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
19 Aug 2025 10:03 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতার কাহালুর লোহাজাল দাখিল মাদ্রাসায় সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
উক্ত সততা স্টোরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রোকনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম, কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ, সদস্য ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, অত্র মাদ্রাসার আজীবন সদস্য, সাবেক সভাপতি ও জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত সফল মৎস্যচাষী ও বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান ঠান্ডু, অত্র মাদ্রাসার সুপার এ বি এম আবু হাসান দেওয়ান, সাংবাদিক আব্দুল মতিন, নুরুল ইসলাম শেখ, মাহবুবুল আলম সহ অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। উদ্বোধনের পূর্বে অত্র মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।