মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
19 Aug 2025 08:07 pm
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি। সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে। কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, এসআই ওয়াবায়দুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। \