মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
19 Aug 2025 09:59 pm
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ জেলার মান্দা থানাধীন উত্তর শ্রীরামপুর এলাকায় গাঁজা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কালে ০১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও ৪ রামদাসহ গ্রেফতার করেছে র্যাব-৫। ১৮-০৮-২০২৫ তারিখ রাত্রী-০২.৩০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আলম ইসলাম (৩২), কে গ্রেফতার করে।
র্যাব-৫ জানান, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নওগাঁ জেলার মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল, ০৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ ০১ জন চিহ্নিত ও বিখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলম ইসলাম (৩২),কে গ্রেফতার করে। ধৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
পরে উক্ত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।