মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
19 Aug 2025 12:17 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ-দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ,সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়।
দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে র্যালী শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালী শেষ করে উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।
মেরিন ফিসারিজ অফিসার আইনুল নিশাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. মহিউদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: সোহেল রানা, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম,পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিপক কুমার সহ স্থানীয় মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি গন বক্তব্য রাখেন।