মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:42 am
![]() |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, প্রিয় জন্মভূমি ১৭ বছর পাশের দেশের করদরাজ্যে পরিণত হয়েছিল। এতবেশি জুলুম হয়েছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। জামায়াতের নেতাকর্মী আলেম সহ লাখ লাখ নাগরিককে জেলে বন্দী করে রেখেছিলো। বিচারবিভাগ, প্রশাসন, আইন শৃংখলা সহ রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো।বাংলাদেশকে পাশের দেশের বাজারে পরিণত করা হয়। কারাগারে নিয়ে রিমান্ডের নামে আলেম-ওলামাদের কে চরম নির্যাতন করেছে ফ্যাসিস্ট সরকার।
জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে ফরমায়েশি আদেশে ফাঁসির নামে হত্যা করা হয়। জামায়াতের নিবন্ধন বাতিল ও সম্পদ দখল করে নেয় ফ্যাসিস্ট জুলুমবাজ সরকার। ছাত্রজনতার আন্দোলনে লজ্জাজনক ভাবে ফ্যাসিস্ট হাছিনা সরকার পালিয়েছে।জনগণ এখন জামায়াতকে দেশের দায়িত্ব দিতে চায়। জনগণের প্রত্যাশা সবাইকে দেখেছি।এবার আমরা জামায়াতকে চাই। একটি দলের লুটপাট, চাঁদাবাজি ও নিজ দলের কর্মী হত্যা সহ নানান অপকর্মের কারণে জনগণ এখন জামায়াতকে ক্ষমতায় বসাতে চায়।
দেশী-বিদেশী মহলও মনে করছে জামায়াতকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাতে চায়। তিনি সোমবার বিকেলে শাহওয়ালী উল্লাহ মিলানায়তনে বগুড়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক মাওলানা আব্দুল বাসেদ, মিজানুর রহমান প্রমুখ। সমামেশে সকল উপজেলা আমীর সেক্রেটারী গন উপস্থিত ছিলেন।