রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:14 pm
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ মহিলাদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট রবিবার উপজেলার বনমরিচা এলাকায় মহিপুর, কলোন গিলাবাড়ী গ্রামের গ্রামীণ দুঃস্থ মহিলা ও অসহায় মহিলাদের নিয়ে সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও শেরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহবুবুর রহমান হারেজ। তিনি বলেন, “গ্রামীণ নারীদের শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক অগ্রগতির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের প্রতিটি গ্রামে উন্নয়নের ধারা পৌঁছে যাবে।”
এ সময় স্থানীয় নেত্রী পিয়ারা বেগম, আলী আজম, নুর আলম, গোলাম রসুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।