রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
20 Aug 2025 09:33 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিং লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল বাবু) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন গতকাল শুক্রবার (১৫ আগস্ট) অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার (১৬ আগস্ট) শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
অনন্ত কুমার চক্রবর্তী নেপাল বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ হিলির ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।