রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 10:25 am
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী,গাইবান্ধাঃ- সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য,ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৬ আগস্ট শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে বার্ণঢ্য র্যালীটি পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, পরে কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়।
এ র্যালীতে অংশ সহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন ও সাধারণ মানুষ। এরপর কালিবাড়ী মন্দিরে পূজা আর্চণা করেন হিন্দুধর্মালম্বীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবীর কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট আহ্বায়কঃ- শ্রী সুকমল চন্দ্র সরকার সদস্য সচিব ঃশ্রী লিখন চন্দ্র সরকার সিনিয়র যুগ্ন আহবায়ক সজীব কুমার মহন্ত ।
সনাতনী হিন্দু ধর্মালম্বীদের এ দিবসটিতে হিন্দুধর্মালম্বী মানুষকে জন্মঅষ্টমীর শুভেচ্ছা জানিয়ে অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর গাইবান্ধা জেলা শাখার যুগ্ন আহবায়ক মাধবী সরকার, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা বিএনপি,র সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবীর পায়েল প্রমুখ।