রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 05:06 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের সরিষাবাড়ীতে সম্পদ (১৪) নামের পঞ্চম শ্রেণী পড়ুয়া এক কিশোর নিখোঁজ হয়েছে। সে সরিষাবাড়ী উপজেলায় গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে সম্পদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সারাদিন খোঁজা খুঁজির পরও তাকে পাওয়া যায়নি।বাড়ী থেকে নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল কমলা রঙের গেঞ্জি এবং পরনে ছিল জিন্স প্যান্ট। গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট।
নিখোঁজ সম্পদের বাবার নাম মাছুম। তাদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের ডিক্রীরবন্দ বাংলাবাজার এলাকায়।
কোনো দয়ালু ব্যক্তি যদি সম্পদের সন্ধান পেমে থাকলে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নাম্বার : ০১৯৩৫৬৩১৭৭০