রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 11:22 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. ননী গোপাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রাটি ইন্দুরকানী কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় ভক্তরা ভজনগান পরিবেশন করেন এবং ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।শোভাযাত্রায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।