রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
19 Aug 2025 11:35 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেলগাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের নাম করে সন্ত্রাসী কায়দায় অন্যের জমি দখলের চেষ্টা করার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলহাজ্ব মৃত. আকবর আলি সরকারের পুত্র শহিদুল ইসলাম রওশনবাগ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে ১০ শতাংশ জমির কিছু অংশে তার প্রতিবন্ধী বোনকে ২৫/২৬ বছর আগে বাড়ি করে দেয়। অবশিষ্ট জমিতে ৪টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। ইতোমধ্যে শহিদুল ইসলাম অসুস্থ জনিত কারণে তার স্ত্রী জমিলা বেগম ওই দোকান ঘরের ভাড়া উত্তোলন করে আসছিল।
এদিকে, উক্ত রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাশ্ববর্তী রঘুনাথপুর গ্রামের মৃত. আজিজুল ইসলাম মন্ডলের পুত্র মোস্তাকিম বিল্লাহ গোপনে শহিদুল ইসলামের স্ত্রী জমিলা বেগমকে প্রস্তাব দেয় যে তার চাকরি শেষের দিকে। তাকে ৫ শতাংশ জমি দিলে স্কুলের সাথে সকল বিবাদ মিটে দিবে।
কিন্তু উক্ত শহিদুল ইসলামের স্ত্রী জমিলা বেগম মোস্তাকিম বিল্লাহর প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার কোন কাগজপত্র না থাকা সত্তে¦ও স্কুলের পক্ষ হয়ে স্কুলের শিক্ষার্থী ও ভাড়াটে সন্ত্রাসী দ্বারা হামলা করে দোকান ঘরগুলো ও দোকানে রক্ষিত মালামাল ভাংচুর করে ও লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনাটি ঘটানো হয়েছে গত ৬ আগষ্ট/২০২৫ ইং বুধবার বেলা সাড়ে ১১টার দিকে।
সুত্র জানায়, উল্লেখিত তারিখে মোস্তাকিম বিল্লাহ এর নেতৃত্বে চিহ্নিত একদল দুস্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরগুলো ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে শহিদুল ইসলামের কমপক্ষে ১ লক্ষ ৭৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে শহিদুল ইসলামের স্ত্রী জমিলা বেগম বাদী হয়ে পলাশ বাড়ী বিজ্ঞ আদালতে গত ১২/০৮/২০২৫ ইং তারিখে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাহ সহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার নং সিআর ৩৭২/২০২৫।
আসামিরা হলো- রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রঘুনাথপুর গ্রামের মৃত. আজিজুল ইসলাম এর পুত্র মোস্তাকিম বিল্লাহ (৫৫), সহকারী শিক্ষক ও একই গ্রামের ফজলার রহমানের পুত্র তৈমুর মিয়া (৫০), নাইট গার্ড ও জছিজল এর পুত্র মোঃ স্বপন মিয়া (৩৫), সহকারী শিক্ষক ও সবজেল এর পুত্র মোঃ মাসুদ মিয়া (৪৫)। আইনের ধারাগুলো হলো- ৩৪/১১৪/৪৪৭/৩২৩/৩৫৪/ ৩৭৯/৫০৬ দঃ বিঃ।