শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:40 pm
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল দেড় বছর বয়সী শিশু সানির।
নিহত হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ানের ৭ নং ওয়ার্ড দূর্গগ্রাপুর মের মাসুম এর ছেলে সানি (দেড় বছর)।
স্থানীয়রা জানায়, ১৫ আগষ্ট শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলা করার একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির পরে শিশু সানির মরাদেহ ভাসমান অবস্থায় ডোবা থেকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।৫নং মহদীপুর ইউনিয়ানের ৭ নং ওয়ার্ড মেম্বার আমিনুর নিহতর বিষয়টি নিশ্চিত করেন।