শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 11:35 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মাসহ কোলে থাকা দুই মাসের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এঘটনা ঘটে।নিহতরা হলেন, বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রাব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (২৭) ও তার দুই মাসের ছেলে শিশু রিয়াদ কাইফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রাব্বানী মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও দুই মাসের শিশুকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় পিছন থেকে একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে। ঘটনাস্থলে মা ও কোলে থাকা শিশুর মৃত্যু। এসময় গোলাম রাব্বানীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।