শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 10:09 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম -১৫/৮/২৫ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী কুড়িগ্রামে পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহসান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।