শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 11:25 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ব্যাংক চেক প্রত্যাখান মামলায় সাজাপ্রাপ্ত আসামী উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রামানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মিজানুর রহমান প্রামানিক আদমদীঘি উপজেলা সদর ইউপির কুসুম্বী গ্রামের রফিকুল ইসলাম প্রামানিকের ছেলে। সে আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি বগুড়া জেলা জজ আদালত কর্তৃক ১৯৭৭/২৪ সালে ব্য্যাংক চেক প্রত্যাখান মামলায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ব্যাংক চেক সমপরিমান অর্থ ৫২ হাজার ২৫৪ টাকা জরিমানার আদেশ প্রদাণসহ তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানাজারি করেন। গতকাল শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন বিকেলে গ্রেপ্তার মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি