শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:25 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকালে শরীয়তপুরের কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি, মোফাজ্জল হোসেন ফকির, সহ সভাপতি আব্দুল মান্নান মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীম খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম মাঝী, জেলা ছাত্রদলের আহবায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহবায়ক আসলাম মাহমুদ, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। আর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।