শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 06:38 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। দো’আ মাহফিলে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল সঞ্চালনায়, বক্তব্য রাখেন সাবেক ওেজলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সদর উপজেলা বিএনপির আহবায়ক শহদিুজ্জামন শহিদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন ও জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ। এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’য়া পরিচালনা করা হয়।