শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
19 Aug 2025 06:53 pm
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল দেড় বছর বয়সী শিশু সাদিকের। সে পলাশবাড়ী পৌর সভার নুরপুর গ্রামের মাসুম এর ছেলে ।
স্থানীয়রা জানায়, ১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু সাদিককে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুকুরে পানিতে ডুবে শিশু সাদিকের মৃত্যুর পর ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।নিহতের বিষয়টি নিশ্চিত করেন এই গ্রামের বাসিন্ধা দৈনিক করতোয়ার সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল।