শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
19 Aug 2025 10:01 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু পলাশবাড়ী উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি,অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনগণের সাথে অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের প্রতিক্রিয়া হতাশাজনক।শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে কেবল বদলির মাধ্যমে দায় এড়ানোর এই প্রবণতা দুর্নীতিবাজদের জন্য আশীর্বাদ, আর ভুক্তভোগী জনগণের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ হেলালের বিরুদ্ধে যিনি তদন্ত করেছেন, তিনি সৎ ও নিরপেক্ষ ছিলেন না। পক্ষপাতদুষ্ট তদন্তের কারণে প্রকৃত সত্য গোপন থেকে গেছে, আর দুর্নীতিবাজ কর্মকর্তা বদলির মাধ্যমে পার পেয়ে গেছেন। এমন তদন্ত জনগণের আস্থা ফেরাতে পারে না, বরং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
এলাকাবাসীর স্পষ্ট দাবি: সৎ, দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার নেতৃত্বে পুনঃতদন্ত করা হোক। দুর্নীতির প্রমাণ মিললে বদলি নয়, শাস্তি নিশ্চিত করা হোক। সরকারি অফিসগুলোতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করা হোক।
জনগণের কষ্টার্জিত অর্থে বেতনভোগী সরকারি কর্মচারীদের দায়িত্ব জনগণের সেবা করা, শোষণ নয়। বদলির মাধ্যমে দুর্নীতি ধামাচাপা না দিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করলেই কেবল প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।