শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:12 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর):- রংপুরের পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে দলের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়েছে।
পীরগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০টায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের উপজেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক কামরুজ্জামান।সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড আমজাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট কাজী লুমুম্বা লুমু,বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, কমরেড রাজেশ দে রাজু প্রমুখ
।সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কমিউনিস্ট পার্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে। জনমুখী আন্দোলন গড়ে তোলার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনা শেষে কন্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে অধ্যাপক কামরুজ্জামান সভাপতি এবং কমরেড সঞ্জীব কুমরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। এছাড়া কমিটিতে আরও ১৯ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির সদস্যরা পীরগঞ্জ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ আকতারুজ্জামান রানা