শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
19 Aug 2025 11:28 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে তাপসী রানী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনত মৃত্যু হয়েছে।সে শারীর অসুস্থ্যতায় নাকি মারধরের কারনে মারা গেছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।মৃত তাপসী রানী আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের সুমন দেবের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা যায়,আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের মোহন দেবের ছেলে সুমন দেবের সাথে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নয়মন্তপুর গ্রামের রবীন্দ্র নাথের মেয়ে তাপসী রানীর ৫ বছর পুর্বে বিয়ে হয়। তাদের ২ বছর বয়সের এক সন্তান রয়েছে।গত বুধবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে তাপসী রানী অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে ভোরে মারা যায় বলে তাপসী রানীর স্বামী সুমন দাবী করেন।
অপরদিকে তাপসী রানীর বাবা রবীন্দ্র নাথ বলেন, বিয়ের বেশ কয়েক বছর পর থেকে তার মেয়েকে জামাইসহ পরিবারের লোকজন মানসিক ও শারীর ভাবে নির্যাতন করতো।তার মেয়ের মৃত্যুর খবর পেয়ে মাঝিপাড়া জামাই বাড়িতে এসে জানতে পারি তার মেয়েকে গত কয়েক দিন আগে মারধর করা হলে অসুস্থ্য হয়।তাপসী রানী শারীর অসুস্থ্যতায় নাকি মারধরের কারনে মারা গেছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট এলে তার সঠিক মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি