শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
22 Aug 2025 01:46 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃনিহত আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে এবং স্থানীয় লেংগাবাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া এলাকার তারা মিয়ার একটি মুরগির খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে।এজন্য তারা মিয়া খামারের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। যাতে শিয়াল ডিম খেতে না পারে।এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাওয়ার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখতে পায়।ওই ডিমটি আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই আনন্দ কুমার মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।গাইবান্ধা সদর উপজেলায় খামারে ফাঁদ পেতে রাখা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।