শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
21 Aug 2025 07:39 pm
![]() |
স্টাফ রিপোর্টার:-নানা আয়োজনে ১৪ই আগস্ট বৃহস্পতিবার আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।এ অনুষ্ঠানে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, স্বপ্নদ্রষ্টা ও পরিবর্তনস্রষ্টাদের একত্রিত করে সমৃদ্ধ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে তরুণ দর্শকদের জন্য রুশ বৈজ্ঞানিক সাফল্য এবং মানব আত্মার শক্তি তুলে ধরা হয়। প্রদর্শনীর পর অতিথিরা কিংবদন্তি রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকোভ্স্কি ও আলেকজান্ডার রৌ-র কাজ নিয়ে আয়োজিত অনন্য প্রদর্শনী পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অতিথিরা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।