শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
20 Aug 2025 12:29 am
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত ৮টায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রুপালি বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এলাহী কুদরত সাগর, বোদা প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক মাজেদুল ইসলাম আকাশ, সংস্কৃতি কর্মী আব্দুল্লাহ আল জুবেরী, বিশিষ্টজন আনিসুজ্জামান প্রামাণিক নতুন প্রমুখ।
বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকাÐের তীব্র প্রতিবাদ জানিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সকল সাংবাদিকের নিরাপত্তা জোরদার সহ সকল হুমকি ধামকির বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।
এসময়, বোদা প্রেসক্লাবের সভাপতি আমীর খসরু লাভলু, সাংবাদিক মনোরঞ্জন সরকার, সাংবাদিক,মাসুম বিল্লাহ, সাংবাদিক মো.সফিকুল আলম দোলন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, মিলন, শাহজাহান প্রধান,সুধীজন মামুনুর রশীদ দুলু, সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।