শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
19 Aug 2025 10:03 pm
![]() |
আশিক সুজন,বগুড়াঃ- বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকাটি মাদকের সদর দপ্তর হিসেবে পরিচিত।শোনা যায় এখানে প্রকাশ্য দিবালোকে ক্রয়-বিক্রয় হয় মাদক।মাদক কারবারিরা এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে যে,প্রশাসনের কয়েকটি সংস্থার কর্মকর্তারা আসামি গ্রেফতার করতে এসে লাঞ্ছিত হবার কথা শোনা যায় প্রায়ই এই এলাকাটিতে।তার'ই ধারাবাহিকতায় আজকে রাত আনুমানিক ১০ঃ৩০ মিনিটে ডিবি পুলিশের একজন কর্মকর্তা আসামি গ্রেফতার করতে এসে লাঞ্ছিত শিকার হয়েছেন।তবে এবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরেও আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন প্রশাসনের সংস্থাটির কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়,১৪ই আগস্ট ২৫ ইং তারিখে আনুমানিক রাত ১০.৩০ মিনিটে রনি নামের এক মাদক কারবারিকে মাদকদ্রব্য সহ গ্রেফতারের সময় মাদক কারবারির পরিবারের সদস্যরা ও হাড্ডিপট্টি এলাকার পুরুষ-মহিলা সকলেই ঝাঁপিয়ে পড়ে আসামি কে ছিনিয়ে নেয়ার জন্য।এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার প্রধান সড়কে ডিবি পুলিশের সঙ্গে হাতাহাতিও মারামারিতে জড়িয়ে পড়ে মাদক সিন্ডিকেটের লোকজনেরা।এ সময় ডিবি পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুরা করার কথা জানা যায়।
তারা আরো বলেন,আনুমানিক রাত এগারোটার সময় পুলিশ চিরনি অভিযান শুরু করে এলাকাটিতে।সংবাদ লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল বলে জানান তারা। এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে তা পরবর্তী পর্বে উল্লেখ করা হবে।
বগুড়া শহরের সচেতন মহল মনে করেন,প্রত্যেকটি এলাকাতে সেনাবাহিনীর অভিযান পরিচালনা হলেও,কেন জানি শহরের হাড্ডিপট্টি এলাকাটিতে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোন অভিযান দৃষ্টিগোচর হয় নাই।প্রশাসনের বিভিন্ন সংস্থার চিরুনি অভিযানের ভিত্তিতে মাদক কারবারিদের অদ্ধত্য মনোভাব ও মাদকের কারবারিদের নির্মূল করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি।তবে মাদক কারবারিরা ব্যাতিত যেন কোন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয় সেদিকেও খেয়াল রেখে অভিযান চলমান রাখবেন আমাদের বগুড়া শহরের সুযোগ্য প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দরা।