বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
19 Aug 2025 10:04 pm
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা বিদ্যালয়ে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে আজ বুধবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভ সংঘ পলাশবাড়ী শাখার সভাপতি সুরুজ হক লিটনের সভাপতিত্বে আলোচনাসভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা:এ,কে,এম আমির ফয়সাল বাঁধন,
পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন সরকার, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুরুল ইসলাম, ফজলুল হক দুদু,সাবিনা ইয়াসমিন, সহ-সভাপতি গোলজার সরকার রাজিব, সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ ছাড়াও পলাশবাড়ি পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন এর উপর আলোকপাত করেন।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, বসুন্ধরা শুভ সংঘ পলাশবাড়ী শাখার সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সুমনা।