বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:48 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশের ক্যানেল বন্ধ থাকায় আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়াপড়া, বড় আখিড়া, ছোট আখিড়াসহ আশ পাশের কয়েকটি মাঠে ধানি জমিতে বৃষ্টি পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।একারনে প্রায় ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা রয়েছে।এছাড়া আগাম রোপন করা রোপা আমন ধান ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। দ্রæত পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা না হলে পুরো মাঠ অনাবাদি থাকবে বলে ভুক্তভোগী কৃষকরা জানান।
খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়াপাড়া, বড় আখিড়া, ছোট আখিড়া, কালাইকুড়ি, ইন্দইল গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের জমিতে বৃষ্টির পানি জমে থাকা অতিরিক্ত পানি বগুড়া-নওগাঁ মহা সড়কের পাশের ক্যানেল দিয়ে নিস্কাশন হতো। এতে ওই গ্রামের মাঠের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় কৃষকরা নির্বিঘেœ ধান চাষ করে আসছিলেন। গত কয়েক বছর পুর্বে থেকে ওই পানি নিস্কাশনের ক্যানেলে কতিপয় ব্যক্তি মাটি ভরাট করে বিভিন্ন প্রকার দোকানপাট বসিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে রাখেন। ফলে চলতি বর্ষা মৌসুমে ওইসব গ্রামের ৫ শতাধিকের অধিক বিঘা জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ওইসব জমিতে জলাবদ্ধতার কারনে কৃষকরা হালচাষ ও জমির পরিচর্যা করতে পারছেন না। যেসব জমিতে আগাম ধান রোপন করা হয়েছে সেগুলোও পানির নিচে ডুবে জমিতে আগাছা ও ঘাস জমে একাকার হয়ে রয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলীমর্তুজা কিনা জানান, কৃষকদের দু:খ দু:দশা দেখে ভরাট ক্যানেল পরিস্কারের জন্য গতকাল রোববার থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি অপসারণ শুর করা হয়েছে। অল্পসময়ে জলাবদ্ধতা দুর হবে বলে আশা করা যাচ্ছে।
#
ছবিসহ
আদমদীঘিতে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উদযাপন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটাসহ নানা আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ¦ এ্যাড, মোস্তফা আহমেদ নাইডু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ¦ গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, পবিত্র কুমার, নয়ন হোসেন, পত্রিকা বিক্রেতা মকলেছার রহমান, মুকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে কেক কাটা, আলোচনা সভা, করতোয়া পত্রিকার মান উন্নয়নে এবং সম্পাদকসহ করতোয়া পত্রিকার পরিবারের সকল সদস্যদের সুস্থাস্থ্য ও দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি