বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
20 Aug 2025 12:29 am
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ- পলাশবাড়ীতে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
১২ আগষ্ট মঙ্গলবার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৪\২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়ে অগ্নিকান্ড,কাল বৈশাখিঝড়,অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থঅসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারে বিনামূল্যে গৃহনির্মাণ ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়।
পলাশবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে পলাশবাড়ী উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুস ছালাম এর সভাপতিত্বে পরিবার প্রতি এক বান ঢেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম।