মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
20 Aug 2025 11:57 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়ি থেকে নিখোঁজের তিন দিন পর লিলিসা বেসরা নামের (দেড় বছর বয়সী) এক আদিবাসী শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সন্দেহজনক ৬ জনকে জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামের একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।নিহত শিশু একই উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের বুরিকাঁঠাল ঠসারমোড় গ্রামের দিনেশ বেসরার মেয়ে।বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সকালে উপজেলার পূর্ব জয়দেবপুর হাতিমারা গ্রামে শিশুটি তার পরিবারের সাথে রাবনের মেয়ে কেয়ার বিয়ে খেতে আসে। ঐদিন বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করার পর আজ সোমবার সকালে এলাকাবাসী একটি বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা শিশুটির লাশ সনাক্ত করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের সন্দেহজনক জন্য ৬ জনকে আটক করা হয়েছে। জোরালো তদন্ত চলছে।