রবিবার, ১০ আগস্ট, ২০২৫
21 Aug 2025 03:50 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিতিনিধিঃ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স সহ বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারের পিছনে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের বড় ভাদাহার গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫৫),মজিবর রহমানের ছেলে আনোয়ার (৪৫), পিলকুঞ্জ গ্রামের বশারতুল্লাহর ছেলে আলী হাসানের ভুট্টু (৪৫), ভাদাহার নয়াপাড়ার আবু জাফরের ছেলে আইমুদ্দিন (৫০), শিবগঞ্জ উপজেলার খেঁওনী বীন্নাচাপর গ্রামের মৃত মইনুদ্দিনর ছেলে ফরিদ হোসেন প্রাং (৪৫) ও একই গ্রামের মৃত মিরাজ সোনারের ছেলে সাইফুল ইসলাম (৪৭)। এ রির্পোট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে কাহালু থানায় মামলার প্রস্তুতি চলছিল।