রবিবার, ১০ আগস্ট, ২০২৫
20 Aug 2025 11:08 am
![]() |
বগুড়া সংবাদ (এস আই সুমন):- বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পীরগাছা বন্দরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আল আমিন সরকার সিফাত এর সভাপতিত্বে ও বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।প্রধান বক্তাঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাহমুদুর রহমান শিমু,সহ সভাপতি ইঞ্জিঃ শহিবুল ইসলাম শিপন,সহ সভাপতি এমএম বজলুর করিম টোটন, সহ সভাপতি শরিফুল ইসলাম মুক্তা,সহ সভাপতি মোখলেছুর রহমান,সহ সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম সরকার। সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি বিপুল মিয়া,সহ সভাপতি মানিক মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুর রহমান সজল,সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পী,যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান রেজা,দপ্তর সম্পাদক নিয়াজ মোর্শেদ নিয়ন।
আমন্ত্রিত অতিথি লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাফতুন আহমেদ, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান,আলীউর রেজা,জেলা যুবদলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান,লাহিড়ীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম আকন্দ, সোহানুর রহমান সোহান,
ইবনুল সাদিক, অন্তর, আমিনুর, মারুফ, রাজু, নাইম, রায়হান, রিমন, শ্রী তাপস প্রমূখ।এছাড়াও বগুড়া সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসাথে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নতুন সদস্য সংগ্রহ অভিযানে সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করা হয়।