শনিবার, ০৯ আগস্ট, ২০২৫
22 Aug 2025 01:35 am
![]() |
ছাদেতুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোবাইকের চাপায় রায়হান মিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রায়হান মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের জাহিদুল ইসলাম ও আশুরা বেগম দম্পতির ছেলে ।
স্বজনরা জানায়, ওই সময় শিশু রায়হান মিয়া বাবার কাছ থেকে ১০ টাকা নিয়ে মুদির দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। তখন একটি গরু দেখে ভয়ে সাদুল্লাপুর -ধাপেরহাট সড়কের দিকে গেলে একটি অটোবাইক এসে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কায়েম হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই।এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।