শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫
21 Aug 2025 09:20 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, মাদকের ছোবলের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে বেশি বেশি করে খেলাধূলায় উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য তিনি সারা বাংলাদেশে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট সহ বিভিন্ন ধরনের খেলাধূলার ব্যবস্থা করেছেন।
শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম মুক্তারের আয়োজনে কাহালু সেনালী অতীত বনাম নন্দীগ্রাম সেনালী অতীতের প্রীতি ম্যাচ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
প্রীতি ম্যাচ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম মুক্তার।