শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫
21 Aug 2025 09:36 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নেশার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামছুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার সন্ধ্যায় উপজলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামছুজ্জামান মাসুম আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালী পশ্চিম মন্ডলপাড়া গ্রামের আবু জাহিদ মন্ডলের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিক্তিতে থানার এসআই খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালান। এসময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও শামছুজ্জামান ওরফে মাসুমকে আটক ও তার হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত শামছুজ্জামান মাসুমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমীঘি বগুড়া প্রতিনিধি