শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫
22 Aug 2025 12:22 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে অ্যাম্বুলেন্স ঢুকে পড়ায় আরমান আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিন ভোরে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
নিহত আরমান একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে ফুটানি বাজার এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা আরমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।