শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫
21 Aug 2025 10:50 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ-পিরোজপুরের ইন্দুরকানীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৭জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহনাজ পারভীন কাজল উপ পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বিশেষ অতিথি মোঃ ইদ্রিস আলী আযিযী জেলা শিক্ষা অফিসার পিরোজপুর,
মোঃ আব্দুল হান্নান ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছরোয়ার মোল্লা, মোঃ শাহিদুল ইসলাম সভাপতি দক্ষিণ ইন্দুরকানি সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন
রিপোর্টার্স ইউনিটি সিনিয়র সহ সভাপতি মোঃ আল আমিন হোসেন প্রমুখ।