বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
20 Aug 2025 06:45 pm
![]() |
রাজিবুল হাসান নুর,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- ৫ আগষ্ট ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের পতন বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধারপলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক ভাবে জুলাই শহীদদের কবরে পুস্পমাল্য অর্পণ ওদো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার বরিশাল ইউনিয়নেরপশ্চিম গোপিনাথপুর গ্রামে জুলাই শহীদ আরিফুল মিয়া-এর কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধানিবেন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
এসময় থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো,উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মমিনুর রশিদ সিদ্দিকী, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান, বরিশালইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের আমীর শামীম প্রধান ছাড়াওশহীদ পরিবারের সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।অপরদিকে,উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামে জুলাই শহীদ শাকিনুর রহমান-এর কবরেপুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমানতাপাদার।
এসময় কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক ওইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আনারুল ইসলাম আকন্দ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরাসহঅন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষদো’আ অনুষ্ঠিত হয়।তারাবলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ঋণ আমরা কখনো শোধ করার নয়।আমরা সবসময়শহীদদের পরিবারের পাশে রয়েছি এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করছি।’উল্লেখ্য;গত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে শুনে ছাত্র-জনতারমিছিল গিয়ে আরিফুল মিয়া (২৮) গাজীপুরের সফিপুর আনসার একাডেমী ৩নং গেট এলাকায়পুলিশের গুলিতে নিহত হয়।অপরদিকে;ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে শাকিনুর রহমান (২৬) ঢাকার বাইপাইল থানার সামনে পুলিশেরগুলিতে নিহত হয়।
One attachment • Scanned