বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
21 Aug 2025 03:51 pm
![]() |
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর,প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘেড়াঘাটে প্রতিরক্ষা কলোনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে এম এফ আর ও কর্তৃক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে ঘোড়াঘাট উপজেলার হিলিমোড়ে স্থাপিত সেনা ক্যাম্পে বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর রংপুরের তত্ত¡াবধানে মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন (এম এফ আরও) প্রেস ব্রিফিং করেন।
মেজর নাজমুল হক জানান ঘোড়াঘাটের ৫ টি প্রতিরক্ষা কলোনির,নুরজাহানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, ওসমানপুর, ও আফসারাবাদ কলোনির ১৩৭৫ একর জমির মধ্যে ৪৭১ একর জমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোডের নামে রেকর্ড হয়েছে বাকি জমি রেকর্ড প্রক্রিয়াধীন, তিনি আরও জানান এম এফ আরও তিন বাহিনীর কল্যানের জন্য একটি সরকারি সংস্থা যা সম্পূর্ণ আইনানুগ ভাবে নীতিমালার মধ্যে থেকে তার কার্যক্রম পরিচালনা করছে।
এক্ষেত্রে কেউ বাধা হয়ে দারালে বা কোন ধরনের অপরাধ করলে সেটাও আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হবে।সশস্ত্র বাহিনী কারো শত্রু নয় বরং জনগণের বন্ধু, একটি সার্থম্বেষী মহল মিথ্যা, বানোয়াট তথ্য ছরিয়ে এম এফ আরও কে জনগনের প্রতিপক্ষ হিসেব দারকরানোর চেষ্টা করছেন, বলে তিনি উল্লেখ করেন।প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল কাউছার শেখ মামুন, দিনাজপুর জেলা জজ কোটের জিপি মোল্লা সাখোয়াত হোসেন, মেজর ফারাবি, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ক্যাপটেন কায়েস, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিন বাহিনির অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।