বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫
21 Aug 2025 09:15 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:-জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে বিএনপির বর্নাঢ্য বিজয় র্যালি করেছে জেলা বিএনপি।বুধবার (৬ আগস্ট ২০২৫) বিকালে শরীয়তপুর সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের সামনে থেকে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ এবং,সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর নেতৃত্বে উক্ত বিজয় র্যালি বের করা হয়।পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু,মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আফজাল হোসেন, বিএনপি নেতা সরদার চান মিয়া, এ্যাড. এনামুল হক এনাম, আলী আজগর কাজী, সাবেক ছাত্রনেতা ইলোরা হাওলাদার, যুবদল নেতা খোকন মোল্লা, আজাদ মাল, সোহেল সরদার, ছাত্রনেতা পান্থ তালুকদার প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সফিকুর রহমান কিরণ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ আশা করছি, যা আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল।গত ১৫ বছরে স্বৈরাচারী হাসিনা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল।সেটিকে পুনরুদ্ধার করে গণতান্ত্রিক রাষ্ট্র আবারো পথচলা শুরুর শপথ সবাই মিলে নিয়েছি।
আমরা বিশ্বাস করি, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে জনগণের আশা আকাঙ্খা পূরণ করবে, ইনশাআল্লাহ।আগামী দিনে বাংলাদেশে কখনো যেন ফ্যাসিস্ট ফিরে না আসতে পারে, কোনো স্বৈরাচার যেন সৃষ্টি না হয়, সেই দিকে সবার সোচ্চার থাকতে হবে।