বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
19 Aug 2025 04:24 am
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ের বোদা উপজেলায় এলপিজি ফিলিং স্টেশন কাশ রাদ সহ চারটি ফিলিং স্টেশনকে ওজনে কম দেয়া সহ নানা অনিয়মের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৪ আগষ্ট) উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এস এম ফুয়াদ।
এসময় বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মহসীন রব্বানী সহ বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,পঞ্চগড়ের বিভিন্ন ফিলিং স্টেশন ওজনে কম দেয়া, তেল ও গ্যাসের মানে ত্রæটির অভিযোগ পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা মেলায় এলপিজি ফিলিং স্টেশন কাশ রাদ ও নর্দান এলপিজি ফিলিং স্টেশনকে বিস্ফোরক আইন ১৮৮৪ এর ৫(৩) ধারায় ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং মেসার্স শাবাব ফিলিং স্টেশন ও মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদÐ আইন, ২০১৮ এর ৪৬ ধারা মোতাবেক ৪০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মালিকপক্ষ জরিমানার অর্থ নগদ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এস এম ফুয়াদ বলেন, বোদা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও এলপিজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া সহ নানা অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে ফিলিং স্টেশন চারটিকে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।