বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
21 Aug 2025 10:50 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই মাদক কারবারিকে জেল- জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং প্রত্যেকের ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে মো: হুরাইরা (২১) ও সান্তাহার পাথরকুটা গ্রামের বশির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৯)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক মো: হুরাইরাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫০টাকা অর্থদন্ড এবং ১০০ গ্রাম গাঁজাসহ আটক মিলন হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।ওইদিনই দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি