বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
21 Aug 2025 06:35 pm
![]() |
শাহ আলম, ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে সারা দেশের ন্যায় ঘোড়াঘাট পৌর বি,এন,পি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিগত ২০২৪ ইং ৫ ই আগষ্টে ছাত্র/ জনতার আন্দলোনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তিতে এক বিজয় রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৫ ই আগষ্ট/২৫ ইং মঙ্গলবার বিকেলে ঘোড়াঘাট পৌর বাস স্ট্যান্ড চত্তরে ঘোড়াঘাট পৌর বি,এন,পির সহ সভাপতি মনিরুজ্জামান জামালের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবীরের ধারা বর্নানায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস ছাত্তার মিলন, এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সহ সভাপতি আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম,আল মামুন সরকার, ঘোড়াঘাট উপজেলা ছাত্র দলের আহবায়ক সাদ্দাম হোসেন, ঘোড়াঘাট পৌরস ছাত্র দলের আহবায়ক রেজভী আহমেদ রকি সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ প্রমুখ।
উক্ত পথসভা শেষে সকল অঙ্গ সংগঠনের নেতা/ কর্মী সমর্থক এক বিজয় রেলী ঘোড়াঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে উক্ত কর্মসূচীর সমাপ্তি হয়।
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর।