বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
21 Aug 2025 07:29 pm
![]() |
ফিরোজ হোসেন বদলগাছী,(নওগাঁ) প্রতিনিধিঃ- আজ ৫ আগষ্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বরণীয় দিন- ঐতিহাসিক 'জুলাই গণ- অভ্যুত্থান দিবস'। ২০২৪ সালের এই দিনে ছাত্র- জনতার অভূতপূর্ব গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগে বাধ্য হোন। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে চলা ফ্যাসিবাদী শাসনের পর্দা নামায় এ দিনটি।এই পালাবদলের পর দিবসটি '৩৬ জুলাই'নামে পরিচিত পায়।
আজ জাতীয় ভাবে উদযাপিত এই দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৫- ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র- জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।বিজয় র্যলীটি বদলগাছী চারমথা মোড় থেকে উপজেলার ৮টি ইউনিয়নের কয়েক হাজার নেতা- কর্মী ও ছাত্র- জনতা উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ- ৩ মহাদেবপুর- বদলগাছী আসনের এমপি প্রার্থী ফজলে হুদা বাবলুের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে এসে শেষ হয়।
এসময় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবলু বলেন, দেশ নায়ক তারেক জিয়া'র ৩১ দফা ব্যস্তবায়ন হলে জুলাই যুদ্ধ আমাদের সার্থক হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা বিদেশের মাটিতে বসে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। বাংলার মাটিতে আর যেন ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।
আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তা গণ জনগণের মুক্তির দূত জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন,আজকের এই স্বাধীনতা আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছে। আগামীর নতুন বাংলাদেশ শহিদ জিয়ার আদর্শে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ফিরোজ হোসেন,বদলগাছী, নওগাঁ।