বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
21 Aug 2025 10:55 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- আজ ৫ আগষ্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন জামালপুরের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচি’র অংশ হিসেবে মহান জুলাই গণঅভ্যুত্থান -২৪ এর শহিদ সাফওয়ান আখতার সদ্য এঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।
উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
পাশাপাশি জুলাই শহিদ জাহিদুল হাসান এঁর কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, শাহরিয়ার আহমেদ খান এবং জুলাই শহিদ মোঃ সুমন হাসান এঁর কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী কমিশনার বিএমএসআর আলিফ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ সাফওয়ান আখতার সদ্য, শহিদ জাহিদুল হাসান এবং শহিদ মোঃ সুমন হাসান সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।