বুধবার, ০৬ আগস্ট, ২০২৫
21 Aug 2025 03:47 pm
![]() |
মোঃমামুন হাওলাদার শিমুল(পিরোজপুর) প্রতিনিধি:-ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জিয়ানগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল র্যালি উপজেলা কলেজ মোড় থেকে শুরু হয়ে জিয়ানগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি সমাবেশ স্থলে গিয়ে মিলিত হয়।
সমাবেশে জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার এর পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং আহবায়ক কমিটি'র সদস্য সাইদুল ইসলাম কিসমত।