মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
21 Aug 2025 09:01 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ দু’ঘন্টা ধরে অভিযান চালিয়ে পীরগঞ্জে মাদক সম্রাট মিন্টু (৪৫)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। উপজেলার চতরা ইউপির ইকলিমপুর গ্রামের মৃত-আব্দুল গফুর মিয়ার ছেলে সে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগষ্ট রোববার রাত ৯ টা থেকে ১১টা পযর্ন্ত ওই অভিযান চালায় যৌথবাহিনী।
এ সময় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও মাদক সেবনের নানাধরনের সরাঞ্জামাদীও উদ্ধার করা হয়৷ যৌথবাহিনী সূত্রে জানা যায়, মাদক সম্রাট মিন্টু দীর্ঘদিন ধরে চতরা এলাকায় অবৈধ মাদকের কারবার চালাচ্ছিল। এর আগেও মিন্টুর নামে পীরগঞ্জ থানায় ৩টি মাদকের মামলা রয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম মাদক সম্রাট নামে খ্যাত মিন্টুর অবস্থানের তথ্য গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে সেনা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।রাতেই পীরগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী মিন্টুকে গ্রেফতারে চতরার ইকলিমপুরে অভিযান চালিয়ে মিন্টুকে তার নিজবাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হন। এ অভিযানে ১৮ জন সেনা সদস্য ও ৬ পুলিশ সদস্যের একটি দল অংশ গ্রহন করেন।
এ সময় মিন্টুর কাছ থেকে ৩'শ ২০ পিচ ইয়াবা, মোবাইর ফোন ৬ টি,ডিজিটাল মাদক পরিমাপক মেশিন ১টি কাঁচি, নগদ ৩৫ হাজার ৫০ টাকা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মিন্টুকে রাতেই পীরগঞ্জ থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টুকে গতকাল সোমবার রংপুর কোর্ট হাজতে চালান দেয়া হয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি