সোমবার, ০৪ আগস্ট, ২০২৫
19 Aug 2025 05:00 am
|
সংবাদ বিজ্ঞপ্তি:- জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (এলজেডি) এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জেএটিআই) যৌথ উদ্যোগে আইন পেশাজীবীদের জন্য একটি বেসিক মধ্যস্থতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যাকসেস টু জাস্টিস প্রজেক্ট’ (এটুজে প্রকল্প) -এর আওতায় জেএটিআই -তে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি মেইলে সংযুক্ত করা হয়েছে, যা আপনার সুনামধন্য সংবাদ মাধ্যমে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
বকুল রায়,ম্যানেজার, মিডিয়া রিলেশনস,ফোরথোট পিআর লিমিটেড,